শ্রীলঙ্কায় মুশফিক বাহিনীকে ফুলেল  অভ্যর্থনা


গোনিউজ স্পোর্টস ডেস্ক, প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০৬:২৭ পিএম
শ্রীলঙ্কায় মুশফিক বাহিনীকে ফুলেল  অভ্যর্থনা

ঢাকা: পুর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে সোমবার বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছেছে মুশফিকুর রহিমের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগাররা বিমান বন্দর থেকে হোটেল তাজ সমুদ্র পৌঁছানোর পর দলের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয় হোটেল কর্তৃপক্ষ। অধিনায়ক মুশফিকুর রহিমসহ অনেকেই হোটেল তাজ সমুদ্র নিজেদের ফেসবুকে ছবিও পোস্ট করেছে।

আগামী ২ ও ৩ মার্চ কলোম্বোর তিরান্নে ফের্নান্দো স্টেডিয়ামে দুই দিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের পর তিন দিন বিরতি। ৭ মার্চ গলে স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১৫ মার্চ পি সারা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ মার্চ।  

দিবারাত্রির প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। এই ম্যাচটিও দিবা-রাত্রির।

তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে এসএসসি ভেন্যুতে ১ এপ্রিল। ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মার্চ কলম্বোয় হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সব শেষে রয়েছে দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ৪ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই টি-টোয়েন্টি ম্যাচ।  অন্যদিকে শ্রীলঙ্কায় পৌঁছে আজ বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর